Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩

মাননীয় ভাইস চেয়ারম্যান

ড. মহিউদ্দীন আহমেদ 

সচিব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 

 

ড. মহিউদ্দীন আহমেদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২৯ সেপ্টেম্ব ১৯৬৫ সালে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

 তাঁর পিতা মরহুম মকবুল আহমেদ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এবং গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মা দিলারা বেগম একজন গৃহিনী। তাঁর সহধর্মীনি ড. সৈয়দা সালমা বেগম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের একজন সদস্য এবং যুগ্মসচিব হিসেবে কর্মরত। এই দম্পতির একজন পুত্র সন্তান রয়েছে।

 

 তিনি স্কুল সম্পন্ন করেন ঢাকাস্হ লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাইস্কুল থেকে। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা সিটি কলেজ হতে বি.কম ডিগ্রী ও জগন্নাথ কলেজ, ঢাকা হতে ব্যবস্হাপনা বিভাগে এম.কম ডিগ্রী অর্জন করেন। তিনি University of Ulster, UK থেকে Govt. Financial Management-এ এমএ ডিগ্রী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল Micro Credit Management। 

 

 তিনি ১৯৯৩ সালের ০১ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘ পেশাগত জীবনে একাধারে মাঠ প্রশাসন ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনের যে সকল গুরুত্বপূর্ণ পদে তিনি কর্মরত ছিলেন তার মধ্যে সহকারী কমিশনার, নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী অফিসার অন্যতম এবং কেন্দ্রীয় প্রশাসনে সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব, ইআরডি, সিনিয়র সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাপরিচালক, আইএমইডি, অতিরিক্ত সচিব, তথ্য মন্ত্রণালয় ও অতিরিক্ত সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসেবে কাজ করেন।

 

প্রশিক্ষণঃ

ড. মহিউদ্দীন আহমেদ চাকরীজীবনে ১১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ২৫তম ল’ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং, ৮২তম এসিএডি কোর্স এবং ৭৯তম সিনিয়র স্টাফ কোর্স সম্পন্ন করেন এবং আরো অনেক শর্ট প্রশিক্ষণ লাভ করেছেন। তিনি অস্ট্রেলিয়াতে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ভিয়েতনামে এসএসসি স্টাডি ট্যুর-এ অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি প্রশিক্ষণ ও শিক্ষা সফরের অংশ হিসেবে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।